ইতালির জয়ের রাতে জার্মান-ইংল্যান্ডের ড্র
উয়েফা নেশনস লিগে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে মঙ্গলবার (৭ জুন) হাঙ্গেরিকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে ইতালি। ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার দিনের আরেক ম্যাচে কেউ জেতেনি। ম্যাচটি ১-১ গোলে ড্র।
ইতালি ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচে ৩০ মিনিটে সফল হয় ইতালি। লিওনার্দো স্পিনাজ্জোলার পাসে ইন্টার মিলানের মিডফিল্ডার বারেল্লা ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান। বিরতির ঠিক আগে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেল্লেগ্রিনি। ফলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইতালি।
৬১তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় হাঙ্গেরি। বদলি হিসেবে নেমে হাঙ্গেরির ডিফেন্ডার আতিলা ফিওলার। এরপর আর কোনো দল গোলের দেখা পায়নি। খেলা শেষ হয় ২-১ গোলে। এ জয়ের পর গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি।
দিনের আরেক ম্যাচে ইংলিশদের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের পাসে বল জালে পাঠান মিডফিল্ডার হফমান। এর পর বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেনি জার্মানি। এই ব্যবধানে ম্যাচ শেষ হওয়ার পথে গোল হজম করে বসে জার্মান।
ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ইংলিশরা গোলটি শোধ করে ফেলে। পেনাল্টি থেকে গোলটি করেন হ্যারি কেইন। এই গোল করে তাঁর আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ৫০টি।