সবার শেষে আলাদাভাবে ওয়েস্ট ইন্ডিজ যাবেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই উপলক্ষে কয়েকভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোন বহরের সাথে যাবেন না বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আলাদা টিকেটে তিনি যাবেন সবার পরে।
সাকিব আল হাসান অ্যান্টিগায় পৌঁছাবেন ১০ জুন। অন্যান্য সময়ের মতো এবারও নিজের মতো করে আলাদাভাবে যাবেন টেস্ট অধিনায়ক। অ্যান্টিগায় দলের প্রথম অনুশীলন সেশনে তাই থাকা হবে না সাকিবের।
গত ৩ জুন প্রথম দফায় রওয়ানা দেন পাঁচজন। দ্বিতীয় দফায় আজ (সোমবার) সোমবার তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলি, জেমি সিডন্সরা ফ্লাইট ধরবেন ঢাকা থেকে। পরিবার নিয়ে ইংল্যান্ডে ছুটি কাটাতে থাকা নতুন সহ-অধিনায়ক লিটন দাস ও নুরুল হাসান সোহান অ্যান্টিগা যাবেন লন্ডন থেকে।
১৬ জুন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ জুন দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়া। এরপর শুরু হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।