টাইগারদের ক্যারিবীয় সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিচ্ছে বাংলাদেশ দল। তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে টাইগারররা। সফরের জন্য স্কোয়াড় ঘোষণা করেছে আগে তবে এবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। তিন ভাগে ভাগ হয়ে ৩, ৫ ও ৬ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট।
ক্যারিবীয় সফরের পূর্ণাঙ্গ সূচি-
টেস্ট:
প্রথম টেস্ট : ১৬-২০ জুন, অ্যান্টিগা, রাত ৮টা।
দ্বিতীয় টেস্ট : ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়া, রাত ৮টা।
টি-টোয়েন্টি :
প্রথম টি-টোয়েন্টি : ২ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট।
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট।
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই, গায়ানা, রাত ১১.৩০ মিনিট।
ওয়ানডে :
প্রথম ওয়ানডে : ১০ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট।
দ্বিতীয় ওয়ানডে : ১৩ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট।
তৃতীয় ওয়ানডে : ১৬ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট।