ইতালিকে হারিয়ে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে কোপা জয়ী আর্জেন্টিনার সামনে পাত্তাই পেল না ইউরো চ্যাম্পিয়ন ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমাতে শেষ পর্যন্ত জয়ের হাসিই হাসল আর্জেন্টিনা। কিন্তু এরপরই বড় ধরনের দুঃসংবাদ শুনতে হলো আলবিসেলেস্তেদের।
ফাইনালসিমার শিরোপা উঁচিয়ে ধরার দিনে হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরবর্তী ম্যাচে এই গোলরক্ষককে পাবে না লিওনেল মেসির আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাস্টন ভিলার তারকা গোলরক্ষক মার্টিনেজ নিজেই।
এক বিবৃতিতে মার্টিনেজ বলেন, ‘ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি ভালো আছি। মানুষকে বলতে শুনছি আমি হয়তো বিশ্বকাপ খেলতে পারবো না, কয়েক মাস বাইরে থাকতে হবে। আসলে তা নয়, আমি ভালো আছি এবং মাত্র একটি ম্যাচ হয়তো মিস করবো।’
চোট খুব একটা গুরুতর নয়। তাই মাঠে ফিরতে সময় লাগবে না আর্জেন্টিনার সেরা গোলরক্ষকের। এটি মূলত এমিলিয়ানোর কৈশোর বয়সের চোট। যা তিনি ১৭ বছর বয়স থেকে বয়ে বেড়াচ্ছেন।
এমিলিয়ানো না থাকায় এস্তোনিয়ার বিপক্ষে নতুন গোলরক্ষক নামাতে হবে আর্জেন্টিনাকে। স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন ফ্রাংকো আরমানি, হুয়ান মুসসো ও জেরনিমো রুল্লি। এ দৌড়ে এগিয়ে রয়েছেন আরমানি। তাকেই হয়তো দেখা যাবে গোলবারের নিচে।