তামিমকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে লিটন
সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সের পর টেস্টে ইতিহাসে বাংলাদেশের হয়ে নতুন এক কীর্তি গড়লেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তামিম ইকবালকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রেটিং পেয়ে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক ইনিংস খেলে ৮৮ রান করেন লিটন। এরপরে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই অসাধারণ খেলেন লিটন। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও করেন ফিফটি। যার সুবাদে টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন। বাংলাদেশি কোনো ব্যাটারের টেস্টে এটাই শীর্ষ অবস্থানের রেকর্ড। তামিম ইকবাল উঠেছিলেন র্যাঙ্কিংয়ের ১৪ পর্যন্ত।
সুখবর পেয়েছেন মুশফিকও। প্রথম টেস্টে শতকের পর ৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে ছিলেন, মিরপুরে খাদের কিনারায় থাকা বাংলাদেশের হাল ধরেছিলেন, প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ১৭৫ রান। তাতে আরও ৮ ধাপ এগিয়ে মুশির অবস্থান এখন ১৮তে।
এছাড়া টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানটা ধরে রেখেছেন আরেক অজি ক্রিকেটার মার্নাস লাবুশান। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন যথাক্রমে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন