ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুশফিক-লিটনের অর্ধশতক
প্রথম সেশনটা মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সামাল দেন লিটন-মুশফিক জুটি। এবার দুইজনেই তুলে নিলেন অনবদ্য ফিফটি। পার করলেন ১০০ রানের জুটিও।
মিরপুর শের-ই-বাংলায় টসে জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৪ রান তুলতেই পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ।এমন কঠিন মুহূর্তে চাপ কাটাতে উইকেটে লড়ছে মুশফিকুর রহিম ও লিটন দাস।
মুশফিক অর্ধশতক পূর্ণ করলেন ১১৬ বলে। আসিথা ফার্নান্ডোর বলে বাউন্ডারি মেরে তিনি ক্যারিয়ারের ২৬ তম ফিফটি তুলে নহলেন মি.ডিপেন্ডেবল।
অপর দিকে মুশির আগে ফিফটি পূর্ণ করলেন লিটন কুমার দাস। ৯৬ বলে তুলে নিলেন অর্ধশতক। এই প্রতিবেদন লিখা পর্যন্ত ৫ উইকেটে ১৩৯ রান বাংলাদেশের। মুশি অপরাজিত ৫৯ রানে এবং এলকেডি ৬৫ রানে।
এর আগে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে কাসুন রাজিথার ফুল লেন্থের বল শূন্যতে ফিরলেন জয়। জয়ের ধাক্কা না সামলাতেই ফিরলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।
দুই ওপেনারকে হারানোর চাপ সামলাতে পারেননি মুমিনুল হকও। প্রতিপক্ষকে উইকেট তুলে দিয়ে ৯ রানে বিদায় নেন অধিনায়ক। ১৬ রানে তিন উইকেট হারানোর চাপের মধ্যেই নাজমুল হাসান শান্ত ও সাকিব আল হাসানকেও হারায় বাংলাদেশ। ২৪ তুলতেই হারায় ৫ উইকেট।