শুরুর বিভীষিকা কাটিয়ে লিটন-মুশফিকের রেকর্ডে স্বপ্নের একদিন
মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে ঢাকা টেস্টে প্রথম দিনের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়ে রৌদ্রোজ্জ্বল ভাবে দিন পার করলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুরে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।
সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারে কাসুন রাজিথার ফুল লেন্থের বল শূন্যতে ফিরলেন জয়। জয়ের ধাক্কা না সামলাতেই ফিরলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।
দুই ওপেনারকে হারানোর চাপ সামলাতে পারেননি মুমিনুল হকও। প্রতিপক্ষকে উইকেট তুলে দিয়ে ৯ রানে বিদায় নেন অধিনায়ক। ১৬ রানে তিন উইকেট হারানোর চাপের মধ্যেই নাজমুল হাসান শান্ত ও সাকিব আল হাসানকেও হারায় বাংলাদেশ। ২৪ তুলতেই হারায় ৫ উইকেট।
তবে এরপরের গল্পটা শুধুই মুশফিক-লিটনের। যে গল্পের ডালপালায় এখন বড় রানের স্বপ্ন দেখছে টাইগাররা। প্রথম সেশনটা দুজনে দেখেশুনে কাটান। অবিচ্ছিন্ন থাকেন দ্বিতীয় সেশনেও। এর মাঝে দুজনেই পান হাফ সেঞ্চুরির দেখা। আর তৃতীয় সেশনে লঙ্কানদের হতাশার ধাপ পূরন করে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন তারা।
এর আগে লিটন ও মুশফিক দুজনেই পান সেঞ্চুরির দেখা। সেই সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে গড়েছেন দুটি অনন্য রেকর্ড। মুশফিক-লিটনের অপ্রতিরোধ্য ২৫৩ রানের জুটিটি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
এরপর তৃতীয় সেশনে লঙ্কানদের হতাশার ধাপ পূরন করে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন তারা। দিন শেষে লিটন ১৩৫ ও মুশফিক ১১৫ রানে অপরাজিত আছেন।
এদিকে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কাসুন রাজিথা। এছাড়া দুটি উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো।