টিকেট বিক্রি চলছে চট্টগ্রামের দুই বুথে, আগ্রহ নেই দর্শকদের
এম.এ আজিজ স্টেডিয়াম
প্রায় দুই বছর পর শতভাগ দর্শক নিয়ে আগামীকাল (১৫ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সেই উপলক্ষে নগরীর দুই বুথে চলছে টিকেট বিক্রি। তবে টিকেট কিনতে আগ্রহ নেই দর্শকদের।
শনিবার দুপুর তিনটায় নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন বুথ ঘুরে দেখা যায়, টিকেটের জন্য নির্দিষ্ট দুই লাইনই ফাঁকা। অলস সময় পার করছেন বিক্রেতারা। টিকেট বুথের বিক্রেতারা জানান, ‘তেমন বিক্রি নেই। সকাল থেকে অনেকটা ফাঁকা’।
টিকেট কিনতে আগ্রহের তুঙ্গে শিক্ষার্থীদের। নাম প্রকাশে অনিচ্ছুক বুথের দায়িত্বপ্রাপ্ত টিকেট বিক্রেতা জানান, ‘ অধিকাংশ টিকেট ক্রেতা স্কুল-কলেজের শিক্ষার্থী। ওয়েস্টার্ন স্ট্যান্ডের ৫০ টাকার টিকেট বিক্রি বেশি’।
চট্টগ্রামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের টিকেট বিক্রি চলছে দুই বুথে। সাগরিকার বিটাক মোড় ও কাজির দেউড়ি এম.এ আজিজ স্টেডিয়ামে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে টিকেট বিক্রি।
টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ৫০০ টাকা। ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে ৫০ টাকায় খেলা দেখা যাবে। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডে ১০০ টাকা, ক্লাব হাউজের টিকেটের দাম ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপের টিকিট ৫০০ টাকা।