টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো টাইগাররা
আইসিসি বার্ষিক হালনাগাদে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। এর আগে ২৩২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছিল বাংলাদেশ। আর এবারে এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছে টিম টাইগার্স।
গত এক বছরে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ ওয়ানডে দল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যার মধ্যে দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ছিলো উল্লেখযোগ্য। যার সুবাদে বার্ষিক হালনাগাদে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেও ওয়ানডেতে আগের অবস্থানেই টাইগাররা।
এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তাদের সংগ্রহে রয়েছে ২৭০ রেটিং। ২৬৫ রেটিং নিয়ে দুই অবস্থান ইংল্যান্ডের। আর আর তিন নম্বরে থাকা পাকিস্তানের রেটিং ২৬১। একধাপ আগানো দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে, তাদের রেটিং ২৫৩। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ারও। একধাপ এগিয়ে তারা রয়েছে পাঁচে।
অন্যদিকে গেল বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালিস্ট নিউজিল্যান্ডের অবস্থায় ছয়ে। আর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্থান ধরে রেখে র্যাঙ্কিংয়ে অবস্থান করছে সাতে। আর এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান আটে। এরপর আছে শ্রীলঙ্কা এবং দশে আফগানিস্তান।