ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল
ভিয়ারিয়ালের আশা ভঙ্গ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইয়ার্গেন ক্লপের দল। ফিরতি লেগর খেলায় ৩-২ গোলের জয় পায় অলরেডরা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে বিদায় নেয় ভিয়ারিয়াল।
প্রতিপক্ষের মাঠে খেলার শুরুতেই ছন্দপতন ঘটে ক্লপ শিষ্যদের। শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।মাত্র তিন মিনিটের মাথায় বোলায়ে দিয়ার গোলে এগিয়ে যায় তারা। এরপর ৪১ মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্রান্সিস কোকোলিন।
পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ১২ মিনিটের ঝড়ে উল্টো ৩ গোল হজম করে বসতে হয় ভিয়ারিয়ালের। গোল তিনটি আসে ফাবিয়ানো, লুইস দিয়াস ও সাদিও মানের পা থেকে।
দারুণভাবে ছুটে চলা লিভারপুল পাঁচ মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো চ্যাম্পিয়ন্স লিগের। ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানসিটির। আজ রাতেই নির্ধারণ হয়ে যাবে, ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ কে হচ্ছে।