ম্যান ইউকে গুড়িয়ে দিয়ে চারে আর্সেনাল
ক্রিস্তিয়ানো রোনালদো প্রিমিয়ার লিগে শত গোলের মাইলফলক গোলের দিনেও লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের। স্বাগতিক আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল রেড ডেভিলরা।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই ম্যানইউকে চেপে ধরে গানাররা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন তাভারেস। খেলার ৩২তম মিনিটে বুকাইয়ো সাকা পেনাল্টি থেকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয় আর্সেনালকে।
তবে এর দুই মিনিটে মাথায় ইপিএল নিজের শততম গোলে মধ্য দিয়ে ম্যানইউর ব্যবধান কমান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ডি বক্সে কাড়িকুড়ির একপর্যায়ে সিআরসেভেন উদ্দেশে ক্রস বাড়ান ম্যাটিক। দারুণ এক টোকায় প্রিমিয়ার লিগের শততম গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর গোলের পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমাঞ্জা ম্যাটিকের হেড গিয়ে লাগে তাভারেজের হাতে। তাতে পেনাল্টি দেন রেফারি। রোনালদো থাকতেও পেনাল্টি নিতে আসেন ব্রুনো। তার নেওয়া দুর্বল শট গিয়ে লাগে ডান পাশের বারে। হতাশায় পুড়ে পুরো দল। দুই মিনিট পর রোনালদো বল জালে জড়ালেও অফ সাইডে তা বাতিল হয়ে যায়।
এরপর ম্যাচের ৭০ মিনিটে আর্সেনালের হয়ে কাফনে শেষ পেরেক ঠুকে দেন শাকা। প্রায় ৩০ গজ দূর থেকে তীব্র গতির শটে গোল করে উল্লাসে মাতেন তিনি। পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে হারল ইউনাইটেড। গত রাউন্ডে লিভারপুলের মাঠে ৪-০ গোলে হেরেছিল প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
লিগে শীর্ষ চারে থাকার পথ আরও কঠিন হয়ে গেল ইউনাইটেডের। আর আশা উজ্জ্বল হলো আর্সেনালের।