ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোমাঞ্চকর লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এলো গুজরাট টাইটান্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলে হার্দিক পান্ডিয়ার দল। জবাবে আন্দ্রে রাসেলের একার লড়াইয়ে ৮ উইকেটে ১৪৮ রানে থামে কলকাতা।
শনিবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় গুজরাট টাইটান্স। এরপর দ্বিতীয় উইকেট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন উইকেট-রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা।
দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান আসে দলনেতা হার্দিক পান্ডিয়ার পান্ডিয়ার ব্যাট থেকে। এছাড়া ডেভিড মিলার ২৭ ও ঋদ্ধিমান সাহা ২৫ রান করে সাজ ঘরে ফিরলে শেষদিকে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি কেউই। ফলে নির্ধারিত ওভারে ৯ উইকেট ১৫৬ রানে থামে গুজরাট টাইটান্স।
জবাবে মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। মাঝখানে দলকে জয়ের স্বপ্ন দেখান রিংকু সিং ও ভেঙ্কাটেশ আইয়ার। কিন্তু এই ব্যাটারও বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি। ৩৫ রানে রিংকু এবং ১৭ রানে আউট হন ভেঙ্কাটেশ।
শেষদিকে আবারও দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা চালান আন্দ্রে রাসেল। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি তিনি। শেষ ওভারে ফেরার আগে মাত্র ২৫ বল খেলে করেন ৪৮ রান। আর ১৫ রানে যাদব ও ১ রানে টিম সাউদি অপরাজিত থাকেন।