অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল
প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্যারিয়ারে চোটকে পাশ কাটিয়ে খেলছেন শরিফুল ইসলাম। সর্বশেষ অ্যাঙ্কেলে চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন এই পেসার। আর এই চোটের মাত্রা বেড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। নিশ্চিত করেছেন শরিফুল নিজেই।
মিরপুরে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘২৫-২৬ (এপ্রিল) এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’
এদিকে আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। যেখানে খেলার সম্ভাবনা ক্ষীণ পেসার শরিফুলের।