রোনালদোর পরিবারে বিষাদের ছায়া!
দু’দিন আগে ইপিএলে হ্যাটট্রিক করে আনন্দে ভাসছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মাঝে নেমে এলো এক বিষাদের ছায়া। সোমবার রোনালদো জানিয়েছেন, তার যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মাঝে কিছুদিন একান্তে থাকতেও দিতে বলেছেন সিআরসেভেন।
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীর ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রামে রোনালদো দম্পতি বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নবজাতক পুত্রসন্তান মৃত্যুবরণ করেছে৷ বাবা মায়ের জন্য এর চেয়ে বড় ব্যথা আর কিছুই হতে পারে না।’
তবে কন্যা সন্তান ভালো আছেন বলে জানিয়েছেন, ‘এই কঠিন মুহূর্তে আমাদের নবজাতক কন্যা সন্তান আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে, আশা দেখাচ্ছে, কিছুটা আনন্দ দিচ্ছে। বিশেষ সেবা ও সমর্থনের জন্য আমরা ডাক্তার ও নার্সদেরকে ধন্যবাদ জানাই।’
পরপারে বিদায় নেওয়া পুত্র সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ছেলে, তুমি আমাদের জন্য দেবদূত৷ আমরা তোমাকে সবসময় ভালোবেসে যাব।’
কিছু সময় একান্তে থাকার আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই এই বিচ্ছেদের মুহূর্তে শোকাহত। এই কঠিন মুহূর্তে আমরা কিছুটা সময় একান্তে কাটাতে চাই।’