টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট
ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট। রুট পাঁচ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলকে।
শুক্রবার রুট নেতৃত্ব ছাড়ার ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, ‘ক্যারিবিয়ান সফর থেকে ফিরে আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’।
রুট মনে করেন, এই সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন ব্যাপার। তিনি বলেন,’ আমি আমার পরিবার,আত্মীয় স্বজনের সাথে আলোচনা এই চ্যালেঞ্জিং সিদ্ধান্তটি নিয়েছি। এটি আমার ক্যারিয়ারে আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।
দেশের হয়ে অধিনায়কত্ব করতে পারাটা অনেক সম্মানের, মনে করেন রুট। তিনি বলেন, ‘আমার দেশের অধিনায়কত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং অনেক গর্বের সাথে গত পাঁচ বছরই আমার সব চেয়ে বড় পাওয়া। কাজটি করতে পেরে আমি অনেক গর্বিত’।
রুটের অধীনে ইংল্যান্ড টেস্ট দল ৬৪ টেস্টে ২৭ জয় ও ২৬ পরাজয় বরণ করেছে। তার দল সবশেষ ১৭টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটি মাত্র জয় পেয়েছে।