বার্সার দিকে হাঁটছেন লেভান্ডফস্কি
বায়ার্ন মিউনিখ ছেড়ে ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দিচ্ছেন রবার্ট লেভান্ডফস্কি। অনেকদিন ধরে চলতে থাকা এই গুঞ্জন অবশেষে সত্যি হতে চলছে। পোল্যান্ডের সরকারি চ্যানেল টিভিপিস্পোর্টের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, লেভান্ডভস্কির বার্সায় যোগ দেওয়া এখন কেবলি সময়ের ব্যাপার।
পোল্যান্ড সুপারস্টারের সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ৩০ জুন। গুঞ্জন আছে ৩৪ বছর পার করা লেভান্ডফস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না ক্লাবটি। এজন্য আগেভাগেই বায়ার্ন ছাড়তে চাইছেন লেভান্ডফস্কি। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত ফুটবলারে পরিণত করেছেন লেভা। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৬ গোল ও ৪ অ্যাসিস্ট দিয়ে দারুণ সময় পার করছেন লেভা। গত মৌসুমেও ছিলেন ব্যালন ডি’অর জয়ের রেসে।
বার্সা এরই মধ্যে বার্ষিক ১০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক প্রস্তাব দিয়েছে লেভাকে। কাতালান ক্লাবটিতে যোগ দিলে তিন বছরে ৩০ থেকে ৩৫ মিলিয়ন ইউরোর অধিক বেতন পাওয়ার কথা রয়েছে তার। বার্সার সাথে চুক্তিতে যেতে আগ্রহ প্রকাশ করেছে লেভাও।