দ্য হান্ড্রেডে দল পাননি কোন বাংলাদেশী
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পাননি কোন বাংলাদেশী ক্রিকেটার। আসন্ন আসরে সাকিব আল হাসান-তামিম ইকবালসহ মোট ১০ ক্রিকেটারের ড্রাফটে নাম থাকলেও, কোন ফ্র্যাঞ্চাইজিরা তাদের প্রতি আগ্রহ দেখায়নি।
সোমবার (৪ এপ্রিল) ড্রাফটের আয়োজন করে ইসিবি। এরপর মঙ্গলবার প্রকাশ করা হয় দল পাওয়া খেলোয়াড়দের নাম। এবারের আসরে ২৮৫ জন বিদেশি ক্রিকেটার এবং ২৫০ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৯৯ লাখ রুপির ক্যাটাগরিতে ছিলেন সাকিব। এছাড়া দ্য হান্ড্রেডের ড্রাফটে ছিলেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, তামিম ইকবাল, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
ড্রাফট থেকে দল পেয়েছেন মোট ১৭ জন বিদেশি ক্রিকেটার। এর বাইরে আর কারও দল পাওয়ার সুযোগ ছিল না। কিন্তু নাম দিয়েছিল ২৮৪ জন ক্রিকেটার। আগামী ৩ আগস্ট শুরু হবে দ্য হান্ড্রেড। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।