চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা লিভারপুল, ম্যানসিটির
উয়েফা চ্যাম্পিয়ন্সলিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেনফিকাকে ৩-১ গোলে উড়িয়ে পথে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লিভারপুল। প্রায় তিন যুগ পর বেনফিকার বিপক্ষে জয়ে ইংলিশ ক্লাবটির হয়ে একটি করে গোল করেন ইব্রাহিমা কোনাতে, সাদিও মানে ও লুইস দিয়াস।
প্রতিপক্ষ বেনফিকার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। যার ফলে পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বিস্তার করে প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল।
ম্যাচের ১৭ মিনিটে কোনাতের গোলে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারের বুলেট গতির হেডে জাল খুঁজে নেন এই ইব্রাহিমা কোনাতে। এরপর ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। মাঝ মাঠ থেকে আলেকজান্ডার আর্নল্ডের বাড়ানো দারুণ পাস যায় লুইস দিয়াজের পায়ে। তার বাড়ানো পাসে গোল করেন মানে।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৪৯ মিনিটের মাথায় ব্যবধান কমান বেনফিকার ডারউইন নুনেজ। এর ১১ মিনিটের মাথায় আবারও গোলের সুযোগ পেল বেনফিকা, সে যাত্রায় লিভারপুলকে রক্ষা করে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।
এরপর নির্ধারিত সময় তিন মিনিট বাকি থাকতে লিভারপুলের শেষ গোলটি করেন লুইস দিয়াজ। আর এতেই ৩-১ গোলের জয় নিয়ে পর্তুগালের মাটি ছাড়ে অল রেডরা। আগামী ১৩ এপ্রিল ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে ইংলিশ জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্সলিগের আরেক কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন।