ক্যান্সারে লড়ছেন ডাচ কোচ ফন গাল
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নেদারল্যান্ডসের হেড কোচ লুইস ফন গাল। দীর্ঘদিন ধরে মরণব্যাধি প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ডাচ এই কিংবদন্তি। এই রোগটি বয়ে বেড়ালেও এতদিন মিডিয়ায় প্রকাশ করেননি সাবেক এই ফুটবলার।
সোমবার (৪ এপ্রিল) ডাচ টিভি উমবের্তোর একটি প্রোগ্রামে বিষয়টি নিজেই জানিয়েছেন ফন গাল। ৭০ বছর বয়সী এই কোচ জানান, প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বলেন, ‘এতোদিন সবার কাছে গোপন রেখে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলাম। ইতোমধ্যে রেডিওথেরাপি নিয়েছি ২৫ বার। আমি হাসপাতালে আমার সুবিধামতো চিকিৎসা নিয়েছি। পেছনের দরজা দিয়ে ঢুকে দ্রুতই অন্য রুমে চলে যেতাম। আমার চিকিৎসা বেশ ভালোভাবে হচ্ছে।’
ডাচ কিংবদন্তি ফন গাল দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছেন। নেদারল্যান্ডসের প্রথম সারির ক্লাব আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন গুরুত্বপূর্ণ সব শিরোপা। নেদারল্যান্ড ফুটবলের তৃতীয় বারের দায়িত্ব নিয়েছেন ফন।