খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৬ই নভেম্বর ২০২৪

ক্রিস্টাল প্যালেসের কাছে ৩ গোলের হার আর্সেনালের

0

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনায় বড় ধাক্কা খেল আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের সেরা চারে উঠতে পারল না আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে হওয়া খেলার প্রথমার্ধেই দুই গোলের লিড পায় স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। ১৬ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের বলে হেডে গোল পোস্ট খুজেঁ নেয় ফ্রান্স স্ট্রাইকার মাতেতা।

আট মিনিট পর আবারো দলের গোলে ভূমিকা রাখেন অ্যান্ডারসেন। তার পাসে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান ঘানার ফুটবলার জর্ডান আইউ।

নিজেদের ডি-বক্সে প্যালেসের এক খেলোয়াড়কে মার্টিন ওডেগার্ড ফাউল করে বসলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৭৪ মিনিটের মাথায় স্পটকিক থেকে গোল করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড উইলফ্রেড জাহা। ফলে আর কোন গোলের দেখা পায় নি কোন দল। ৩-০ বড় জয় নিয়ে নিল স্বাগতিক ক্রিস্টাল প্যালেস।

ঘরের মাঠে এমন জয়ে এক লাফে তিন ধাপ উপরে এখন ৯ এ। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। অন্যদিকে এমন হারের ফলে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানেই থেকে গেল আর্সেনাল। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy