বাবর ঝলকে ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের টানা তৃতীয় ওয়ানডেতেও অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডের মতো এদিনও দ্যুতি ছড়িয়েছে অধিনায়ক বাবর আজম ও ইমাম উল হক। টানা দুই সেঞ্চুরিতে সিরিজ সেরা বাবর আজম।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেওয়া ২১১ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৭৩ বল হাতে রেখে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাবর আজমের দল। ২০০২ সালের পর এই প্রথম অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।
পাকিস্তান টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় অজিদের। ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই অস্ট্রেলিয়া হারিয়েছিল তিন উইকেট। শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস রউফ।
এরপর বেন ম্যাকডারমটের ৩৬, অ্যালেক্স ক্যারির ৫৬, ক্যামেরন গ্রিনের ৩৪ ও শন অ্যাবটের ৪৯ রানের ওপর ভর করে ২১০ রান করে অজিরা। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকেট।
জবাবে স্বাগতিক পাকিস্তান দলীয় ২৪ রানে ফখর জামানকে হারালে ১৯০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন বাবর-ইমাম। দ্বিতীয় ওয়ানডের মতো আজও শতক হাঁকিয়েছেন পাক দলপতি বাবর আজম। ১১৫ বলে ১২টি চারের সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলেন। ৮৫ রানে অপরাজিত থাকেন ইমাম-উল-হক। ফলে ৯ উইকেটের বড় জয় পেয়ে সিরিজ নিজেদের করে নেয় সাকলায়েন মোশতাকের শিষ্যরা।