খেলা হচ্ছে না দ্বিতীয় টেস্ট, যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন সাকিব
দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। মেয়ে আলাইনাকে নিয়ে উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাকিবকে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাচ্ছে না। পারিবারিক কারণে ও যুক্তরাষ্ট্র চলে যাচ্ছে। আমরা তাই এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
সাকিব গেলেও আপাতত ক্যান্সার আক্রান্ত শ্বাশুড়িকে দেখভালের কারনে দেশে থেকে যাচ্ছেন সাকিব পত্নি উম্মে আহমেদ শিশির। এমন পরিস্থিতিতে সাকিব বাচ্চা নিয়ে যাচ্ছেন আমেরিকায়।
এর আগে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ওয়ানডে খেলা চলাকালীন মা,স্ত্রী, সন্তানদের অসুস্থতার খবর পান। তবে তৃতীয় ওয়ানডে না খেলে ফিরে আসেননি সাকিব। বুকে পাথর বেঁধে ঐতিহাসিক প্রোটিয়া বধ করে দেশে ফিরেন সাকিব আল হাসান।