এএইচএফ কাপ হকির ফাইনালে বাংলাদেশ, পেল এশিয়া কাপের টিকিট
এএইচএফ কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠলো বাংলাদেশ দল। একই সঙ্গে ফাইনালে ওঠার মধ্য দিয়ে এশিয়া কাপ হকির টিকিটও নিশ্চিত হয়েছে জিমিদের।
অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ওমান। রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ফাইনালে ওমানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এর আগে গ্রুপপর্বের ম্যাচে ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে লাল-সবুজের জার্সিধারীরা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে আরও চারবার লক্ষ্যভেদ করে ম্যাচে চালকের আসনে বসে যায় তারা। পিসি থেকে খোরশেদের গোলের পর ৪০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল।
এরপর ৪৫ মিনিটে বাংলাদেশকে ষষ্ঠ গোল এনে দেন খোরশেদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো দুই গোল করে বাংলাদেশ। ৪৯ মিনিটে রাসেল মাহমুদের পেনাল্টি কর্নার এবং ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ দিকে এক গোল শোধ দেয় কাজাখস্তান।