খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্সের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

0

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের পুরুষ এককে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবকে পেছনে ফেলে সেমিফাইনালে পৌছে গেছেন বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব ইমরানুর রহমান।

সার্বিয়ার বেলগ্রেডে ৬০ মিটার স্প্রিন্টের পঞ্চম হিটে অংশ নেন ইমরান। যেখানে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন ইমরানু। একই হিটে ইমরানুরের সঙ্গে দৌড়েছিলেন টোকিও অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণজয়ী অ্যাথলেট মার্সেল জ্যাকবস। ৬.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগীতায় প্রথম হন জ্যাকবস।

এছাড়াও হিটে দৌড়েছেন কাঠমান্ডুতে সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমসের দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাইদও। ৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে তিনি আটজনের মধ্যে হয়েছেন সপ্তম।

উল্লেখ্য, জাতীয় অ্যাথলেটিকসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ২২ বছর আগের রেকর্ড ভেঙেছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে দেশের নতুন দ্রুততম মানব হওয়া ইমরান এবার লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy