বিপিএলের অষ্টম আসরের পর্দা নামছে আজ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
শেষ পর্যন্ত কে হাসবেন শিরোপার হাসি? বরিশালের সাকিব নাকি কুমিল্লার মুস্তাফিজ? ফাইনালে এই দুই তারকায় নয়, স্পটলাইট কেড়ে নিতে পারেন ক্রিস গেইল, ডু প্লেসি, ব্রাভো, নারইন, মঈন আলীর মতো বিদেশি তারকারা।
এবারের বিপিএলে অংশ নিয়েছে মোট ছয়টি দল—কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ ঢাকা, সিলেট সানরাইজার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এর মধ্যে শীর্ষ দু’দল হিসেবেই ফাইনালে উঠেছে বরিশাল ও কুমিল্লা।
লিগ পর্বে ১০ ম্যাচে সাত জয়ে সবচেয়ে বেশি ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠে সাকিব আল হাসানের বরিশাল। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে কুমিল্লা।
টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে বেড়ানো ক্রিকেটারদের চার-ছক্কার বৃষ্টি দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল সাড়ে ৫টায়।