বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে ৭ উইকেটের বড় জয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় ১৯.১ ওভারে অলআউট হয়ে ১৪৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে সুনিল নারাইনের বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডে ৩ উইকেটে হারিয়ে মাত্র ১২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইমরুল কায়েসের দল।
মিরপুরে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেনি চ্যালেঞ্জার্সের নিয়মিত পারফর্মাররা। দলের হয়ে সর্বোচ্চ রান আসে মেহেদী মিরাজের ব্যাট থেকে।
শুরুতে জ্যাকস,জাকির,শামিম ও আফিফকে হারিয়ে বিপদে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে জুটি বাধেঁন মিরাজ ও আকবর। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৬১ রানের পার্টনারশিপ। মিরাজ করে ৪৪ রান আর আকবরের ব্যাট থেকে আসে ৩৩ রান।কুমিল্লার পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন মঈন আলী ও শহিদুল ইসলাম।
১৪৯ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই লিটন দাসকে হারায় কুমিল্লা। এরপর নারিন ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় চট্টগ্রামের বোলিং লাইনআপ। মাত্র ১৩ বলে অর্ধশতক হাঁকিয়ে গড়েন বিপিএলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। সাজঘরে ফেরার আগে মাত্র ১৬ বলে করেন ৫৭ রান, হাঁকান পাঁচটি চার ও ছয়টি ছক্কা।
অধিনায়ক ইমরুল ২২ রান করে আউট হলে বাকি কাজটুকু সেরে দেন ফাফ ডু প্লেসি ও মঈন আলী। মঈনের ব্যাট থেকে আসে ১৩ বলে ৩০ রান ও ডু প্লেসি ২৩ বলে ৩০ রান করে অপরাজিত থেকে ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে বরিশালের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।