বছরের সব গ্র্যান্ড স্লাম মিস করলেও টিকা নেবেন না জোকোভিচ
করোনা টিকা না দেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে রীতিমতো আপমান হয়ে দেশে ফিরেন নোভাক জোকোভিচ। তারপরও টনক নড়েনি বিশ্বের একনম্বর এই টেনিস তারকার। টেনিসের আসন্ন আসরগুলোর শিরোপা হাতছাড়া করবেন তবু করোনার ভ্যাকসিন নেবেন না সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, ভবিষ্যতের টেনিস ট্রফিগুলো মিস করবো তবু ভ্যাকসিন নিতে বাধ্য হবো না। আমি ভ্যাকসিন বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাই না, তবে একজন ব্যক্তির নিজস্ব পছন্দের অধিকারকে সমর্থন করি আমি।
জোকোভিচ আরো বলেন, ‘আমি বুঝতে পারছি যে,বিশ্বব্যাপী সবাই এই ভাইরাসটি (করোনা) নিয়ন্ত্রণে করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই এই ভাইরাসের অবসান হবে।’
টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেনি ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। অন্যদিকে জোকোভিচের অনুপস্থিতে অস্ট্রেলিয়ান ওপেনে একক রাজত্ব দেখিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েন রাফায়েল নাদাল।