বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরের ২২তম ম্যাচে সৌম্যের অলরাউন্ড নৈপুণ্যে সিলেট সানরাইজার্সে ১৫ রানে হারায় খুলনা টাইগার্স। আগে ব্যাট করতে নেমে সৌম্য-মুশফিকের ব্যাটিং দাপটে ১৮২ রান সংগ্রহ করে খুলনা। জবাবে আলাউদ্দিন বাবুর ক্যামিওতেও ১৬৭ রানে থামে রবি বোপারার দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় খুলনা টাইগার্স। মাত্র ১ রান করে আন্দ্রে ফ্লেচার ও রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেন মেহেদি হাসান। শুরুতেই দুই উইকেট হারানোর পর প্রাথমিক বিপর্যয় সামাল দেন সৌম্য সরকার ও ইয়াসির আলী রাব্বী। দুজনে গড়েন ৪৫ রানের জুটি।
এরপর ২৩ রানে ইয়াসির বিদায় নিলে চতুর্থ উইকেটে অধিনায়ক মুশফিকের সাথে দুর্দান্ত ব্যাট করতে থাকে সৌম্য সরকার। দুইজনের অর্ধশতকে চতুর্থ উইকেটে ৮৪ বলে ১৩৬ রান যোগ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ওপেনার সৌম্য। এছাড়া মুশফিকের ৩৮ বলে ৬২ ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স।
জবাবে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরুর আভাস সিলেট সানরাইজার্স। ওপেনার লিন্ডন সিমন্স ধীরগতির ব্যাটিংয়ে ১৭ বলে মাত্র ১০ রান করে সাজ ফিরলে ৪১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর দলীয় ৭০ রানে আরে ওপেনার এনামুল বিজয় ৩৩ বলে ৪৭ রান করে বিদায় নিলে হুট করেই ব্যাটিং ধস নামে সিলেটের।
থিসারা পেরেরার জোড়া আঘাতে ৭৪ রানেই ৪ উইকেট হারায় রবি বোপারার দল। এরপর দলের হাল ধরতে পঞ্চম উইকেটে কলিন ইনগ্রামের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন। ২৮ বলে ৩৭ রান করে কলিন বিদায় নিলেও শেষদিকে আলাউদ্দিন বাবুর ৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে জয়ে বন্দরে পৌঁছাতে পারেনি সিলেট সানরাইজার্স।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে রবি বোপারার দল। অপরদিকে খুলনা হয়ে দুইটি করে উইকেট শিকার করেন সৌম্য সরকার ও থিসারা পেরেরা।