জয়ের ধারায় ব্রাজিল, আর্জেন্টিনার জয়রথ ছুটছেই
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের অসাধারণ ফুটবল নৈপুণ্যে মাতিয়ে রাখছে ফুটবল প্রেমীদের। বাছাইপর্বের ১৫তম রাউন্ডে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল ।
বুধবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে প্যারাগুয়ের বিপক্ষে দেখেশুনে শুরু করে ব্রাজিল। প্রথম গোলটা আসে রাফিনিয়ার পা থেকে। তার ২৮ মিনিটের গোলে লিড নেয় স্বাগতিক দল। প্রথমার্ধে এই ১ গোলে লিড থাকে ব্রাজিলের।
বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে লিওনার্দো তিতের শিষ্যরা। একে একে আদায় করে নেয় আরও ৩ গোল। বার্সা ছেড়ে ভিলায় যাওয়া কৌতিনিয়োর গোলে ৬২ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেয় ব্রাজিল। শেষ পাঁচ মিনিটে যেন প্যারাগুয়ের উপর ঝড় বইয়ে দেয় ব্রাজিল। ৮৬ মিনিটে অ্যান্টনি ও ৮৮ মিনিটে রদ্রিগোর স্ট্রাইকে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় সেলেসাওদের।
É GOLEADA DA SELEÇÃO! Brasil vence o Paraguai por 4 a 0 no Mineirão e coloca mais uma vitória no caminho do Catar!
🇧🇷 4-0 🇵🇾 | #BRAxPAR pic.twitter.com/QDiLUPQK6h
— CBF Futebol (@CBF_Futebol) February 2, 2022
অন্যদিকে, টানা ২৯ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে নিজ মাঠে ১-০ গোলে হারায় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। খেলার প্রথমার্ধেই এক মাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস।
বিশ্রামে থাকা মেসিহীন দলটি খেলার ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্তিনেস। এরপর দুই পক্ষ সুযোগ পেলেও আর গোলের দেখা পায় নি কেউ। এই জয়ে ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট।
বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা।দর্শক নন্দিত এই দুইদলই ইতোমধ্যে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের টিকিট।