আগের চার ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে। পরের ম্যাচে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত মৃত্যুঞ্জয় চৌধুরীর। হ্যাট্রিক করে জিতিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। চ্যালেঞ্জার্সের দেওয়া ২০২ রানের টার্গেটে ১৮৬ রানে গুটিয়ে যায় সিলেট। ফলে ১৬ রানে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে টেইট শিষ্যরা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে উইল জ্যাকসের ১৯ বলের ৫২ রানের ঝড়ো ইনিংস এগিয়ে দেয় বড় সংগ্রহের দিকে। এরপর আফিফ হোসেন ধ্রুবর ২৮ বলে ৩৮ , সাব্বির রহমানের ৩১ ও শেষ দিকে বেনি হাওয়েলের ২১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসে দলীয় রান ২০২ এ গিয়ে শেষ হয়।
২০৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান লেন্ডল সিমন্সকে হারিয়ে ফেলে সিলেট। দ্বিতীয় উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়ে এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম জয়ের দিকে পা বাড়াচ্ছিলেন।
ইনগ্রাম ৩৭ বলে ৫০ রান করে বিদায় নিলেও সাগরিকায় ঝড় তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে দলীয় ১৮ তম ওভারে চ্যালেঞ্জার মৃত্যুঞ্জয় হ্যাট্রিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বিজয়,বোপারা ও মোসাদ্দেক আউট সিলেটের জয় ক্ষীণ হয়ে যায়।শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান জড়ো করে সিলেট। আর এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম। মৃত্যুঞ্জয় ৩ উইকেট ও নাসুম নেন ২ উইকেট।