খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

লো-স্কোরিং ম্যাচে সিলেটকে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে হারের স্বাদ দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ গুটিয়ে যায় সিলেট জবাবে রুদ্ধশ্বাস লড়াই শেষে ২ উইকেটের কষ্টার্জিত জয় পায় কুমিল্লা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের বোলিং তোপে শুরুতে চাপে পড়ে সিলেট সানরাইজার্স। দলীয় ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে তাদের। ৯ বলে ৩ রান করে শুরুতেই ফেরেন এনামুল হক বিজয়।

এরপর কলিন ইনগ্রাম ও মোহাম্মদ মিঠুন মিলে দলকে এগিয়ে নিতে চাইলেও, দলীয় ৩৩ ও ব্যক্তিগত ২০ রানে শহিদুলের বলে ক্যাচ তুলে সাজ ঘরে ফিরেন ইনগ্রাম। ইনগ্রামের পরপরই বিদায় নেম মোহাম্মদ মিঠুন। এরপর ব্যাট হাতে সৈকত-কাপালিরা একে একে ব্যর্থ হয়ে সাজ ঘরে ফিরতে থাকলে শেষ পযর্ন্ত রবি বোপারার ১৭ ও সোহাগ গাজীর ১২ রানে ১৯.১ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় সিলেট সানরাইজার্স।

অপরদিকে বল হাতে কুমিল্লার হয়ে দুইটি করে উইকেট শিকার করেন নাহিদুল, মোস্তাফিজ ও শহিদুলরা।

জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে কুমিল্লার শুরুটা ভালো করতে পারেনি দুই প্রোটিয়া ব্যাটার ক্যামেরন ডেলপোর্ট ও ফাফ ডু প্লেসিস। বিপিএলে নিজের প্রথম ম্যাচেই মাত্র ২ রান করে সাজ ঘরে ফিরেন ফাফ। আরেক ওপেনার ডেলপোর্ট ও ১৬ রানে বিদায় নিলে, মোসাদ্দকের জোড়া শিকারে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এরপর নাহিদুল ও করিম জানাতের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে শেষ ভরসা হয়নি সিলেটের, বলের থেকে রানের ব্যবধান কম থাকায় ধীরস্থির ব্যাটিংয়ে কুমিল্লাকে ২ উইকেটের কষ্টার্জিত জয় এনে দেয় মুহিদুল ইসলাম।

স্কোর:

সিলেট সানরাইজার্স : ৯৬/১০ (১৯.১ ওভার) ইনগ্রাম ২০, বোপারা ১৭, গাজী ১২; মোস্তাফিজ ১৫/২, শহিদুল ১৫/১, নাহিদুল ২০/২, তানভীর ১০/১

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৯৭/৮ (১৮.৪ ওভার) করিম ১৮, নাহিদুল ১৬, ডেলপোর্ট ১৬, মুমিনুল ১৫, ইমরুল ১০; অপু ১৭/৩, মোসাদ্দেক ১০/২, গাজী ৩০/২

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy