ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে লিটন
নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করায় আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ১৫তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস।
মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন লিটন দাস। নিউজিল্যান্ডের মাঠে প্রথম টেস্ট জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ রান করেন তিনি।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ লিটন নিজেকে মেলে ধরেন দ্বিতীয়ভাগে। ক্রাইস্টচার্চে দলের ইনিংস ব্যবধানে হারের ম্যাচে দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি উপহার দেন ডানহাতি এই ব্যাটসম্যান। খেলেন ১০২ রানের ঝকঝকে ইনিংস।
তাতে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে এখন লিটনই সবার আগে। এছাড়াও ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে অধিনায়ক মুমিনুল হকের। ৮ ধাপ এগিয়ে ৩৭তম অবস্থান এখন তার। এছাড়া ২১ ধাপ এগিয়ে শীর্ষ ১০০-তে প্রবেশ করেছেন নাজমুল হোসেন শান্ত, যার অবস্থান ৮৭তম।
নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের প্রথম জয়ে অবদান রাখা পেসার ইবাদত হোসেন বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। তার অবস্থান এখন ৮৮তম।