আইসিসির ডিসেম্বরের সেরা এজাজ
অনবদ্য বোলিংয়ে আইসিসির মাস সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। গোটা মাসে খেলেছেন একটিই ম্যাচ, ডিসেম্বরের শুরুতে মুম্বাই টেস্ট। আর সেই এক ম্যাচ খেলে বিরল এক ইতিহাস গড়ে ছিলেন প্যাটেল।
টেস্টে এক ইনিংসের ১০ উইকেটের সবকটি নেওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়লেন ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার। এজাজের এই কীর্তি বছরের পর বছর সবার মনে থাকবে বলে মনে করেন আইসিসির ভোটিং একাডেমির সদস্য ও দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি।
এ বিষয়ে তিনি বলেন, “ইনিংসে দশ উইকেট নেওয়া একটি ঐতিহাসিক কীর্তি যা উদযাপিত হওয়া উচিত। কোনো সন্দেহ নেই এজাজের পারফরম্যান্স একটি মাইলফলক, যা বছরের পর বছর স্মরণ করা হবে।”
No surprises here!
The winner of the ICC Men’s Player of the Month for December 2021 has been revealed 🏆
Details 👇
— ICC (@ICC) January 10, 2022
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টের প্রথম ইনিংসে ৪৭.৫ ওভার বোলিং করে ১১৯ রান খরচায় ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’ এ নিজের লেখালেন নিউজিল্যান্ডের এ বোলার। ১৯৫৬ সালে ইংলিশ অফ স্পিনার জিম লেকার ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। এরপর ১৯৯৯ সালে দ্ল্লিীতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট নিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে।