এলগারের ব্যাটে চারদিনেই ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দাপুটে জয় পাওয়া ভারতকে দ্বিতীয় ম্যাচে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারালো প্রোটিয়ারা। ডিন এলগারের দুর্দান্ত ব্যাটিংয়ে এক দিন হাতে রেখেই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতাও ফিরলো স্বাগতিকরা।
জোহানেসবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ১২২ রান। তবে চতুর্থ দিনের প্রথম দুই সেশন পুরোপুরি বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ থাকায় খেলা শুরু হয় ৬ ঘণ্টা দেরিতে। এরপর দিনের শেষ সেশনে ব্যাটিং করতে নেমে অর্ধশতরান করে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক ডিন এলগার।
ব্যক্তিগত ৪০ রানে ডাসেন সাজঘরে ফিরলেও টেম্বা বাভুমাকে নিয়ে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। অন্যদিকে ২৩ রানে অপরাজিত থাকেন বাভুমা।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০২ রান করেছিল ভারত। জবাবে শার্দুল ঠাকুরের তোপের মুখে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ২২৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও পড়ে প্রোটিয়া পেসারদের তোপের মুখে। তারা এবার অলআউট হয় ২৬৬ রানে। যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪০ রানের।