নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ওই আসরটা গ্রুপ পর্বের তলানীতে থেকে শেষ করে বাংলাদেশ। এবার প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়েই দ্বিতীয় টেস্ট চ্যম্পিয়নশীপ আসরে দাপুটে অবস্থানে টিম টাইগার। আর তাতে এক লাফে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে আসলো লাল সবুজের দল।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে দলের প্রত্যেক খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্সে এক ঐতিহাসিক জয়ই পেল বাংলাদেশ। ব্যাট হাতে চারটি অর্ধশতক। বল হাতে এবাদত,তাসকিন, মিরাজদের অগ্নিঝরা বোলিং। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ডমিঙ্গো বাহিনী। সেইসঙ্গে নামের পাশে যোগ করেছে মূল্যবান ১২টি পয়েন্ট।
এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের অবস্থান বাংলাদেশের নিচে।
৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।
৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলঙ্কা (২৪ পয়েন্ট)। আর পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।