দ্বিতীয় দিনটা বাংলাদেশের
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের। এদিন মিরাজ কৃতিত্বে কিইউইদের শেষ পাঁচ উইকের দ্রুত তুলে নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও দারুন জবাব দিচ্ছে টাইগার ব্যাটাররা। টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। শান্ত করেছেন ৬৪ রান। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান।
মঙ্গানুইতে আজ (রোরবার) দ্বিতীয় দিনে ৩২৮ রানে নিউজিল্যান্ড গুটিয়ে গেলে ব্যাট করতে নামে বাংলাদেশ। সাদমান-জয় মিলে ওপেনিং জুটিতে শুরুটা ভালই করেন। অবশ্য সাদমান ২২ রান করে আউট হয়ে যান।
পরের উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়ে গেছেন জয়। দুজনই পেয়েছেন পঞ্চাশ এর দেখা । ৭ চার এক ছয়ে ১০৯ বলে ৬৪ করে আউট হয়ে গেছেন শান্ত।
শুরু থেকে নিজ ছন্দে খেলে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। ৭ চারে ২১১ বলে ৭০ রানে তৃতীয় দিনে খেলতে নামবে। ১৬৫ বলে নিউজিল্যান্ডের মাটিতে নিজের প্রথম অর্ধশতকটা তুলে নিলেন অনায়েসেই। শান্তর বিদায়ের পর মাঠে নেমেছে টাইগার কাপ্তান মুমিনুল হক। ২৭ বল মোকাবেলা করে ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করলেন মুমিনুল।
স্কোরবোর্ড :
টস: বাংলাদেশ
নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ১০৮ ওভার ৩২৮/১০
ইয়াং ৫২, কনওয়ে ১২২, নিকোলস ৭৫ ; শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২
বাংলাদেশ (১ম ইনিংস) : ৬৭ ওভার ১৭৫/২
সাদমান ২২, শান্ত ৬৪, জয় ৭০*, মুমিনুল ৮*, ; ওয়াগন্যার ১৬-৫-২৭-২, সাউদি ১৫-২-৪১-০