বাংলাদেশের সামনে টার্গেট ২৪৪
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ভারত ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ৫০ ওভারে ২৪৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজায় টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ দল। ভারত ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলের ভঙ্গুর দশা থেকে একপ্রান্ত আগলে রাখেন শেখ রাশিদুল। তার ১০৮ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস নিয়ে যায় ২৪৩ রানে।
রাশিদুল ছাড়াও ভিকি আস্তাল অপরাজিত ২৮,ইয়াশ দুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট পান রাকিবুল। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব,নাঈম,মেহেরব ও আরিফ।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৪৩/৮ (৫০ ওভার)
রাশিদ ৯১*, ভিকি ২৮*, ঢুল ২৬
রাকিবুল ৪১/৩, নাইমুর ৩৬/১, মেহরব ৩৬/১, আরিফুল ৩৭/১, সাকিব ৫১/১
বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪৪ রান