আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রস টেলর
নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর আন্তর্জতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দিয়ে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলবেন তিনি। শেষ রঙিন পোষাকের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ।
রস টেইলর বিদায়ের ঘোষণা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘চলতি গ্রীষ্ম শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’
২০০৭ সালে অভিষেক হওয়ার পর টেইলর দেশটির অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন। সব মিলিয়ে টেস্টে ১১০টি ম্যাচ খেলে ১৯ সেঞ্চুরির বিনিময়ে ৭ হাজার ৫৮৪ রান করেছেন তিনি। ওয়ানডেতেও সমান পারদর্শী টেইলর। তিনি সব মিলিয়ে ওয়ানডেতে ৮ হাজার ৫৮১ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ২১টি। ৩৭ বছর বসয়ী টেইলর দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
রস টেইলর হলেন নিউজিল্যান্ডের চারজন ক্রিকেটারদের মধ্যে একজন যিনি ১০০টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।
২০০৬ সালে মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেইলরের।