রুট-মালানদের ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা করলো আইসিসি
অ্যাশেজে গ্যাবা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর আবারও দুঃসংবাদ পেল ইংল্যান্ড ক্রিকেট দল। মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা গুণতে হলো জো রুটদের। এছাড়া ব্যাটিংয়ের সময় শ্রুতিকটু শব্দ ব্যবহার করায়, জরিমানা করা হয়েছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা ট্রাভিস হেডও।
ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে থাকায় আইসিসির নিয়ম, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং সেই হিসেবে এখন ১০০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে ইংলিশদের। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের খাতা থেকে কেটে নেওয়া হয়েছে পাঁচটি পয়েন্ট।
অন্যদিকে ম্যাচ সেরা ট্রেভিস হেড এর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
অ্যাশেজে সিরিজে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম গোলাপি বলের দিন-রাতের ম্যাচ খেলতে আগামী ১৬ ডিসেম্বর মাঠে নামবে দুইদল।