২০২২ এর জানুয়ারিতে বিপিএল এর ৮ম আসর
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর আগামী আসর অর্থাৎ অষ্টম আসর শুরু হবে ২০২২ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে। এর জন্য নতুন ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির অফিসিয়াল সাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের আসরটিও হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে।
করোনা পরিস্থিতির কারণে গত বছর ২০২০-২১ মৌসুমের বিপিএল আয়োজন সম্ভব হয়নি। যদিও ৫ দলের অংশগ্রহণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
তবে এক বছর পর আবারও ফিরছে বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামে বিপিএল টি-টোয়েন্টির অষ্টম আসরটি হবে বিশেষ টুর্নামেন্ট ।
আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি হবে ফাইনাল। এই আসরের জন্য বিসিবির ওয়েব সাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে, আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মালিকদের আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের আবেদন পত্র জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার পর বিপিএল গভর্নিং কমিটি যাচাই বাছাই এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইগুলো নিশ্চিত করবে।