দলের সাথে যোগ দিতে ঢাকায় বাবর-শোয়েব
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত ১৩ নভেম্বর বাবর আজম ও শোয়েব মালিককে ছাড়াই ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার এই সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বাবর আজম ও শোয়েব মালিককে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগে আসা দলের ২৭ সদস্যদের মত তাদেরও বাংলাদেশে কোয়ারেন্টিন পালন করতে হবে না। তবে কোভিড পরীক্ষায় বসতে হবে।
সেই পরীক্ষায় নেগেটিভ হলে দুইজনই বাকি সদস্যদের সাথে যোগ দিতে পারবেন। ১৫ নভেম্বর থেকে সিরিজ উপলক্ষে অনুশীলন শুরু করেছে পাকিস্তান দল। কোভিড প্রটোকল থেকে সবুজ সংকেত পেলে বাবর ও মালিক বুধবার (১৭ নভেম্বর) থেকে অনুশীলনে নেমে পড়বেন।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড়:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।
পাকিস্তান টেস্ট স্কোয়াড :
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
এক নজরে সিরিজ
৩ টি-টোয়েন্টি
১৯ নভেম্বর – শেরে বাংলা স্টেডিয়াম – দুপুর ২ টা
২০ নভেম্বর – শেরে বাংলা স্টেডিয়াম- দুপুর ২ টা
২২ নভেম্বর – শেরে বাংলা স্টেডিয়াম – দুপুর ২ টা
২ টেস্ট
২৬-৩০ নভেম্বর – জহুর আহমেদ স্টেডিয়াম- সকাল ১০ টা
৪-৮ ডিসেম্বর – শেরে বাংলা স্টেডিয়াম – সকাল ১০ টা