পাকিস্তানকে বিদায় করে ফাইনালে অস্ট্রেলিয়া
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠলো অস্ট্রেলিয়া। পাকিস্তানের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েডের ঝড়ো ব্যাটিংয়ে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে অজিরা। এ জয়ে আগামী ১৪ নভেম্বর ফাইনালে নিউজিল্যান্ডে মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল।
দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে শুরুটা দুর্দান্ত করে বাবর আজমের দল। ব্যাট হাতে দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান মিলে করে ৭১ রানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান আসে রিজওয়ান এর ব্যাট থেকে। শেষ দিকে ফখর জামানের ৩২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭৬ রান।
জবাবে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। ইনিংসের তৃতীয় বলে আফ্রিদি বলে আউট হয়ে শূন্য রান করে সাজ ঘরে ফিরেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ। ২২ বলে ২৮ করে মার্শ ও ৩০ বলে ৪৯ করে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ওয়ার্নার সাজ ঘরে ফিরলে কিছু টা চাপে পড়ে অস্ট্রেলিয়া।
তবে শেষ দিকে মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড এর ঝড়ো ব্যাটিংয়ে চাপে পড়া অস্ট্রেলিয়া ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে। ৪ ছয় ও ২ চারে ১৭ বলে ৪১ রান করে অজিদের জয়ে নায়ক ম্যাথু ওয়েড।
স্কোর:
পাকিস্তান : ১৭৬/৪ ২০ ওভারে (রিজওয়ান ৬৭, ফখর ৫৫*, বাবর ৩৯; স্টার্ক ২/৩৮, জাম্পা ১/২২, কামিন্স ১/৩০)
অস্ট্রেলিয়া : ১৭৭/৫ ১৯ ওভারে (ওয়ার্নার ৪৯, ওয়েদ ৪১*, স্টয়নিস ৪০*; শাদাব ৪/২৬)