খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫

মহিলা ক্রীড়া সংস্থার কমিটি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

দীর্ঘ সাড়ে আট বছর অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হওয়ার পর অবশেষে ২৫ অক্টোবর, রোববার ঘোষণা করা হয়েছে মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি।
সেই কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ জানাতে আজ বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছয় জন সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক। তারা অবিলম্বে মহিলা ক্রীড়া সংস্থা কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 

নতুন কমিটি দেখে ক্ষুব্ধ অনেক সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক। তাঁদের অভিযোগ, ঘোষণায় হয়েছে অনিয়ম।
প্রতিবাদে তাঁরা দাবি জানান—নতুন কমিটি দ্রুত প্রত্যাহার করতে হবে। তা না হলে তাঁরা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার হুমকিও দিয়েছেন।

বাংলাদেশের কিংবদন্তি শুটার সাবরিনা সুলতানা। তিনি আক্ষেপ ও ক্ষোভের সঙ্গে বলেন,

‘আমরা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে রয়েছি। শুটিং ফেডারেশন,মহিলা ক্রীড়া সংস্থায় আমার জায়গা হয় না। মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে দেখছি অনেকে ক্রীড়ানুরাগী। এদের কাউকে আমরা ক্রীড়াঙ্গনের কেউ চিনি না। এই কমিটি অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানাই।’

ক্রীড়াঙ্গনের প্রতিবাদী কন্ঠস্বর সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা। তার নেতৃত্বেই মূলত আজকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন,

‘ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদ, সংগঠকরা থাকবে সেখানে আইনজীবী, অধ্যাপক কেন। ক্রীড়াঙ্গনে অনেক নারী রয়েছেন যোগ্য যারা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হতে পারে। আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে এই কমিটি দ্রুত পরিবর্তন চাই। ক্রীড়া উপদেষ্টা এটি সুরাহা না করলে প্রধান উপদেষ্টার শরণাপন্ন হব।’

মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি নিয়ে সমালোচনা-বিতর্ক-ক্ষোভ

ক্রীড়া উপদেষ্টা রাজনৈতিক প্রভাব মুক্ত ক্রীড়াঙ্গন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলীকে এবার সাধারণ সম্পাদক করায় সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই তীব্র প্রতিবাদ করেন।

সাবেক খেলোয়াড় নাসিমা পারভীন শিরিন বলেন,

‘আমি বিগত কমিটিতে ছিলাম। নেলী আমাদের মতো সাবেক ক্রীড়াবিদদের সঙ্গে বাজে আচরণ করে। তিনি কোনো খেলোয়াড়, সংগঠক ছিলেন না। আমরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই না।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব পালন করছেন। ফুটবল ফেডারেশনে সভাপতি তাবিথ আউয়াল সাবেক ফুটবলার।

সেই দৃষ্টিকোণ থেকে ডানা বলেন,

‘ফুটবল, ক্রিকেটে সাবেকরা সভাপতি হতে পারলে মহিলা ক্রীড়া সংস্থায় কেন সভাপতি, সেক্রেটারি সাবেক খেলোয়াড় থেকে নয়?’

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুই জন পরিচালক মনোনীত করতে পারে।
একজন পরিচালকের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকায় সেই পরিচালক বদলের ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্রিকেট বোর্ডে এ রকম হলে মহিলা ক্রীড়া সংস্থা নয় কেন এমন প্রশ্ন ডানার,

‘সাধারণ সম্পাদক নেলী আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে এসেছিল মহিলা ক্রীড়া সংস্থায়। সে এখন কিভাবে সাধারণ সম্পাদক হয়। ক্রিকেট বোর্ডে অভিযোগ উঠার পর পরিবর্তনের কথা হয়েছে তাহলে মহিলা ক্রীড়া সংস্থায় নয় কেন?’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy