খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

জাতীয় দলের কোচ হতে আশরাফুলকে বিসিবির প্রস্তাব

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত জাতীয় দলের জন্যই বোর্ড থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছে। আশরাফুল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। 

ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই বর্তমানে বাংলাদেশের ব্যাটাররা যেন মৌলিক ব্যাটিং করতেই ভুলে গেছেন।
প্রতিপক্ষের বোলারদের সুযোগ দিয়ে নিজেদের উপর চাপ বাড়িয়ে বেশিরভাগ ব্যাটারই ফিরছেন হতাশ হয়ে।

সবশেষ কয়েকমাস ধরেই ব্যাটিংটা যে ছন্দ নেই জাতীয় দলের ব্যাটারদের।

টপ, মিডল কিংবা লোয়ার অর্ডার—সব জায়গায় ধুঁকছেন সবাই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন ছন্দহীন ব্যাটিং ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
এমতাবস্থায় জাতীয় দলের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করছে দেশের ক্রিকেট বোর্ড।
বেশ লম্বা সময় ধরেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়া খেলছে বাংলাদেশ। অথচ একটা সময় নিয়মিতই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ রেখেছে বিসিবি।

শ্রীলঙ্কার থিলান সামারাবিরার পর বাংলাদেশে কাজ করে গেছেন নেইল ম্যাকেঞ্জি, অ্যাশওয়েল প্রিন্সের মতো কোচরা।
তাদের বিদায়ের পর খণ্ডকালীনভাবে দায়িত্ব সামলেছেন ডেভিড হেম্প ও নিক পোথাস। তবে তাদের দুজনের কেউই প্রত্যাশা মেটাতে পারেননি।

তাদের বিদায়ের পর ব্যাটিং কোচ হিসেবে কাউকে আর নিয়োগ দেয়নি বিসিবি। এমন অবস্থায় লিটন-শান্তদের ব্যাটিংয়ের দেখভাল করছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

দেশের অন্যতম সেরা কোচের অধীনে ক্রমশই ছন্দ হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।
সবশেষ কয়েক সিরিজেই ব্যাটিংয়ে দেখা গেছে দুর্দশা। এমন অবস্থায় আয়ারল্যান্ড সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।
এজন্য দেশের ও দেশের বাইরের কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

বাংলাদেশের সাবেক অধিনায়কের কোচ হওয়ার বিষয়টি আপাতত আলোচনার পর্যায়ে। যদি দায়িত্ব নেনও তবুও কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়।

মুঠোফোনে আশরাফুল বলেন,

‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’

জাতীয় দলের কোচ হতে আশরাফুলকে বিসিবির প্রস্তাব

এর আগে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। পদবী হিসেবে নামের পাশে যোগ হয় সিনিয়র সহকারী কোচ।
যদিও চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি ছিল।

পরে নতুন করে টাইগার এই কোচের মেয়াদ বেড়ে যায়। ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন।
তবে ব্যাটিং পদে সহকারী সিনিয়র থাকলেও দায়িত্ব সামলাচ্ছিলেন ব্যাটিংয়ের। গেল এক বছর তার অধীনে ব্যাটাররা ফর্মহীনতায় ভুগছে। বাজে ব্যর্থতার শেষই যেন হচ্ছে না।

সবশেষ এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সালাউদ্দিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে তার জায়গায় নতুন করে ব্যাটিং কোচ খোঁজার চেষ্টা শুরু করে বিসিবি।
পরবর্তী বোর্ড সভাতে এ ব্যাপারে আলোচনাও হবে বলে একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছিলেন আগেই।

যদিও নিজের ক্রিকেট ক্যারিয়ারে সালাউদ্দিন ছিলেন মিডিয়াম পেস বোলার, তবে বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন ব্যাটিং কোচের।

দেশের বাইরের কয়েকজনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। যদিও অস্ট্রেলিয়ান একজনের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেকখানি।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে লম্বা খেলা সাবেক ওই ক্রিকেটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে বিসিবিও ইতিবাচক। যদিও এখনো পুরোপুরি অনিশ্চিত নয়।

তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy