খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

ঘরের মাঠে গেতাফেকে পাত্তাই দিল না বার্সেলোনা

লা লিগায় রোববার (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠে গেতাফের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। যেখানে পুরো ম্যাচে দাপট দেখিয়ে সহজ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।
ইয়োহান ক্রুইস স্টেডিয়ামে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ফেরান তরেস জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন দানি ওলমো।

চার ম্যাচে তিন জয়। বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে গেতাফে মনোবলের দিক দিয়ে শক্ত অবস্থানেই ছিল।
চার ম্যাচে তিন জয় পাওয়া বার্সেলোনার কাছে তা ধোপে টেকেনি।

গেতাফেকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

লিগে সবশেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি জাল অক্ষত রাখল বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনল হান্সি ফ্লিকের দল।

সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে গেতাফেকে পাত্তাই দিল না বার্সেলোনা

ঘরের মাঠে ৭১ শতাংশ সময় পজিশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।
অন্যদিকে গেতাফের তিন শটের দুটি লক্ষ্যে ছিল।
এই ম্যাচেও চোটাক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়া খেলতে নামে বার্সা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে গেতাফেকে চেপে ধরে দলটি।

পঞ্চদশ মিনিটে লক্ষ্যে প্রথম শটে গোলের দেখা পায় বার্সা।
রাফিনহার পাস বক্সে পেয়ে চমৎকার ব্যাক-হিল ফ্লিক করেন ওলমো। ছয় গজ বক্সের বাইরে থেকে সরাসরি শটে বল জালে পাঠান তরেস।
২৮তম মিনিটে দারুণ সুযোগ পান রবার্ট লেভানদোভস্কি। তবে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার।

৩৪তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান তরেস।
রাফিনহার পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
বিরতির আগে হ্যাটট্রিকও হয়ে যেতে পারত তরেসের। পেদ্রির থ্রু বল ধরে তার ডান পায়ের শট ক্রসবারে লাগে।

ঘরের মাঠে গেতাফেকে পাত্তাই দিল না বার্সেলোনা

প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে গেতাফে গোলে কোনো শটই নিতে পারেনি।
ম্যাচের ৬০ মিনিটে তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে ফারমিন লোপেজ ও মার্ক কাসাদোকে নামান বার্সেলোনা কোচ ফ্লিক।

এর দুই মিনিট পর তৃতীয় দলের দেখা পায় স্বাগতিকরা।

ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দুই দিন আগে চ্যাম্পিয়নস  লিগে জোড়া গোল করা রাশফোর্ড। গোলরক্ষক তার দিকে এগিয়ে যাওয়ায় কাট-ব্যাক করেন ইংলিশ ফরোয়ার্ড।
ছুটে গিয়ে নিচু শটে ফাঁকা জালে বল পাঠান ২৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ওলমো। একইসঙ্গে নিশ্চিত করেন দলের বড় জয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy