১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দলবদল। এক সপ্তাহ পর আজ ফের সভায় বসেছে মহানগর ফুটবল লিগ কমিটি। এতে দলবদলের সময় ও খেলা উভয়ই পিছিয়েছে।
আজ সভা শেষে মহানগর লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেন,
‘১-৩০ অক্টোবর দলবদল এবং ১৫ নভেম্বর থেকে লিগ শুরু হচ্ছে।’
মাস দেড়েক আগের সভায় ১৫ সেপ্টেম্বর দলবদল সিদ্ধান্ত হলেও এখন সেটা আবার পেছানোর কারণ নিয়ে এই কর্মকর্তা বলেন,
‘ক্লাবগুলোকে বাইলজ দেয়া হয়নি। বাইলজ নিয়ে আজ আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।’
কমিটি সভা হওয়ার পর সেটা বাস্তবায়নের দায়িত্ব বাফুফে সচিবালয়/প্রশাসনিক কর্মকর্তাদের।
সমন্বয়হীনতার জন্য বাফুফে এই সহ-সভাপতি ফেডারেশনের পেশাদার স্টাফদের কাঠগড়ায় দাড় করালেন,
‘আমাদের নিজস্ব কিছু সমস্যা রয়েছে এর মধ্যে একটি হল স্টাফ। তারা কাজ কম করে। সিদ্ধান্ত দিলে কাজ করতে দেরি করে। আমরা তাদের এই বিষয়ে এখন কঠোর হয়েছি।’
জুনিয়র ডিভিশন লিগে অন্যতম সমস্যা মাঠ।
কমলাপুর স্টেডিয়ামে নতুন করে টার্ফ প্রতিস্থাপন হচ্ছে। কয়েক দিনের মধ্যেই টার্ফ খেলার উপযোগী হবে। এরপরও আরেকটি ভেন্যুর সন্ধানে লিগ কমিটি।
‘সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। একটি মাঠ আমরা প্রস্তুত করে খেলা উপযোগী করব। কমলাপুরে বিসিএল ও অন্য খেলাও চলবে। ফলে আরেকটি মাঠ লাগবেই’, বলেন আরেফ।
গত বছর সিনিয়র ডিভিশন লিগ শুরু হয়েছিল। দেশের অস্থিতিশীল পরিবেশের জন্য খেলা সমাপ্ত হয়নি।
গত লিগে অংশ নেয়া ১৭ দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত হওয়া ফরাশগঞ্জ এবং উত্তর বারিধারার সঙ্গে বিসিএলে অংশ না নেয়া নোফেল স্পোর্টিং প্রথম বিভাগে খেলবে।
বিশ দল একে অন্যের বিপক্ষে একবার করে খেলবে।
শীর্ষ দুই দল পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে এবং সর্বনিম্ন পয়েন্ট ধারী দুই দল দ্বিতীয় বিভাগে অবনমিত হবে।
প্রথম বিভাগ লিগে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ফিফা কানেক্টের মাধ্যমে হবে।
এই অনলাইন প্রক্রিয়ায় প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন কয়েক জনকে ঠিক মতো নিবন্ধন করাতে পারেনি।
অ-১৪ নারী টুর্নামেন্টে গাইবান্ধা খেলতে পারেনি। ফলে বিশ ক্লাবের ফিফা কানেক্টে খেলোয়াড় নিবন্ধন বেশ ঝক্কি।
লিগ কমিটি ভাষ্য, এজন্যই এক মাসের দলবদল যেন সমস্যা হলে ফেডারেশন উদ্যোগ নিতে পারে।

