ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে বাংলাদেশের লাভ
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়লো ওয়েস্ট ইন্ডিজ। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় কাইরন পোলার্ডের দলকে।
দুবাইয়ে শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে শুরু থেকেই বেশ সাবলীল ছিল দুই লঙ্কান ওপেনার। ব্যক্তিগত ২৯ রানে রাসেল এর বলে ক্যাচ তুলে কুশল পেরেরার সাজ ঘরে ফিরলে দলের হাল ধরেন এই দুই ব্যাটার আসালাঙ্কা ও নিসাঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে দুইজনের ব্যাট থেকে আসে ৮৯ রান। শেষ দিকে দাসুন শানাকা ১৪ বলে ২৫ রান করে অপরাজিত ইনিংসে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় লঙ্কানরা। অন্যদিকে ক্যারিবীয়দের হয়ে দুইটি উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল।
জবাবে বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১০ রানেই সাজ ঘরে ফিরেন দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস। এরপর রস্টন চেজকে নিয়ে ম্যাচে হাল ধরার চেষ্টা থাকা নিকোলাস পুরান, মাত্র ৩৭ রানে থাকতে হয় তাদের। ৩৪ বলে ৪৬ করা পুরান বিদায়ের পর একে একে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলের হয়ে এক প্রান্ত থেকে লড়তে থাকে শিমরন হেটমেয়ার। তার ৫৪ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস জয়ের আশা জাগালেও, নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৯ রানে থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ফলাফল ২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের এই পরাজয়ে লাভ হলো বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে টাইগাররা।
স্কোর:
শ্রীলংকা: ১৮৯/৩, ২০ ওভার (আসালাঙ্কা ৬৮, নিসাঙ্কা ৫১, রাসেল ২/৩৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/৮, ২০ ওভার (হেটমায়ার ৮১, পুরান ৪৬, হাসারাঙ্গা ২/১৯, বিনুরা ২/২৪)
