নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে আজ শুরু হচ্ছে সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণায় বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। যেখানে পুরুষ এককে ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার।
তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচের মতো তারকারা। আগের সেই ধার না থাকলেও ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি জকোভিচের সামনে।
এ বছর চারটি গ্র্যান্ড স্লামের তিনটির ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। এর মাঝে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনের ট্রফি জিতেছেন।
ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজের সঙ্গে পেরে ওঠেননি। এবার তার লক্ষ্য বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন।
এদিকে নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। পোলিশকন্যা ইগা সোয়াতেকও আছেন ফেভারিটের তালিকায়।
কোর্টের লড়াই শুরুর আগেই এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।
পুরো আসরের প্রাইজমানি ৯ কোটি মার্কিন ডলার। যা যেকোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ।
গতবছর এই প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি ডলার। ২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ ডলার। এবার তা ৫০ লাখ ডলার করা হয়েছে।
প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ভিট কোপরিভার মুখোমুখি হবেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার।
ইউএস ওপেনের ট্রফি ধরে রাখতে মানসিকভাবে তৈরি আছেন জানিয়ে সিনার বলেন,
‘শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। আপনি জানতে চেয়েছেন আমি শতভাগ সুস্থ কিনা? না। তবে আমার খেলা শুরু হতে দুদিন সময় থাকায় আশা করি, পুরোপুরি ফিট হতে পারব।’
ইয়ানিক সিনারের সঙ্গে এবারের ইউএস ওপেনে পুরুষ এককে স্পটলাইটে স্পেনের কার্লোস আলকারাজ।
গ্র্যান্ড স্লামে তাদের পাঁচবারের সাক্ষাতে এই বছরই দুটি ফাইনালে দেখা হয়েছিল। আলকারাজ রোলাঁ গারোতে এবং সিনার উইম্বলডনে জিতেছেন।
নারী এককে সবার চোখ থাকবে আরিনা সাবালেঙ্কার দিকে।
শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী তিনি। সেরেনা উইলিয়ামসের পর ব্যাক টু ব্যাক ইউএস ওপেনের ট্রফি জয়ের হাতছানি তার সামনে।
২০১২ থেকে ২০১৪ টানা তিনবার মৌসুমের শেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা।
চ্যাম্পিয়ন হওয়ায় কিছুটা চাপ অনুভব করছেন নারী এককের শীর্ষ বাছাই বেলারুশ তারকা সাবালেঙ্কা,
‘আমি মনে করি এটা (শিরোপা ধরে রাখা) অনেক চাপ। সম্ভবত বর্তমান চ্যাম্পিয়ন এখানে এলে শিরোপা ধরে রাখার চাপ অনুভব করেন, যেটা আমি করছি।’