খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

নেপালকে তিন গোলে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

২৪ আগস্ট, রোববার সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে তিন গোলে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে একটি করে গোল করেছেন সৌরভী আকন্দ, থুইনু মারমা ও রিয়া।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের কাছে হেরে গিয়েছিল ২-০ গোলে।
আজ আবারও জয়ে ফিরল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে ৩-০ গোলে।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

দিনের আরেক ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে তিন ম্যাচ থেকেই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেন ভারতের মেয়েরা।
আগামী বুধবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy