আসগর আফগানকে বিদায়ী উপহার রশিদদের
আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। সাবেক অধিনায়ক আসগর আফগানের বিদায় ম্যাচে ব্যাটে বলে নৈপুণ্যে দেখিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো আফগানরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবেই করে দুই আফগান ওপেনার। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৫৩ রান। ২৭ বলে ৩৩ রান করে আউট হন হয়রতুল্লাহ জাজাই। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।
দশম ওভারে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।
এরপর বিদায় ম্যাচে আসগর আফগান ২৩ বলে ৩১ রান করে সাজ ঘরে ফিরলে শেষ দিকে অধিনায়ক মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান। অন্যদিকে নামিবিয়া হয়ে দুই করে উইকেট পান রুবেন ট্রাম্পেলমান ও নিকল লফটি-ইটন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। মাত্র ১৬ রানেই দুই ওপেনার সাজ ঘরে ফিরলে শুরুতেই চাপে পড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ডেভিড ওয়াইজের ব্যাট থেকে। এরপর নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ৯৮ রানে থামে নামিবিয়ার ইনিংস।
স্কোর:
আফগানিস্তান : ২০ ওভারে ১৬০/৫ (শাহজাদ ৪৫, জাজাই ৩৩, নবী ৩২*, আসগর ৩১; রুবেন ৩৪/২, নিকোল ২১/২)
নামিবিয়া : ২০ ওভারে ৯৮/৯ (ভিসা ২৬, নিকোল ১৪; হামিদ ৯/৩, নাভিন ২৬/৩, গুলবাদিন ১৯/২)